ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আ.লীগ প্রার্থী আরুজ 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৭, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৭:৪০, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে বিপুল ভোটের ব্যবধানে তালগাছ প্রতীক নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল মোরর্শেদ আরুজ। তাঁর প্রাপ্ত ভোট ৪২৮ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুমার কুন্ডু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ভোট ১৩৮।

সোমবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ভোট চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থায় লক্ষ করা গেছে। পাশাপাশি জেলা প্রশাসনের নিুযক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সর্বক্ষণিক নিয়োজিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় জেলার ৫টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৭ জন সংরক্ষিত মহিলা এবং ১৮ জন সাধারণ সদস্যসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এই নির্বাচনে ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে সাধারণ সদস্য পদে রাজবাড়ী সদরে আজম মন্ডল, গোয়ালন্দে ইউনুস মোল্লা, কালুখালীতে ইউসুফ হোসেন, বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ্বাস ও পাংশায় গোবিন্দ কুন্ডু বিজয়ী হয়েছেন।

অপরদিকে, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে রাজবাড়ী-১ নির্বাচনী এলাকায় সাহানা বেগম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতে রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।
কেআই//
    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি